zWZ3ZJ90R4zzhbql6NUZDSuEAK5vmsQ96TEJw5QR

Search This Blog

Bookmark

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে ( বোর্ড চ্যালেঞ্জ)

HSC Results Recruitment Process 2022


শিক্ষাবোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। 

এইচএসসি ফল পুনঃনিরীক্ষণ আবেদন করবেন যেভাবে (বোর্ড চ্যালেঞ্জ) 

এইচএসসি আলিম সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু ১৪ ফেব্রুয়ারি। সকল বোর্ডের উত্তরপত্রের রেজাল্ট পুনঃ মূল্যায়ন (বোর্ড চ্যালেঞ্জ) আবেদনের নিয়ম জানুন। 

 এইচএসসি আলিম সমমান ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন (বোর্ড চ্যালেঞ্জ নিয়ম) সকল  বোর্ডের উচ্চ মাধ্যমিক পর্যায়ের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে এসব পরীক্ষার ফল প্রকাশ করা হয়।  বোর্ডের প্রকাশিত ফলাফলে কোন শিক্ষার্থী অসন্তুষ্ট হলে বা নাম্বার কম পেয়েছে বলে মনে করলে, বোর্ডের ফলাফল চ্যালেঞ্জ করতে পারবে।  ১৪ হতে ২০ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষার বিষয় ও পত্র প্রতি নির্ধারিত ফি পরিশোধ করে, এসব উত্তরপত্রের পুনঃনিরীক্ষণ আবেদন করতে হবে।  টেলিটক এর সংযোগ আছে এমন মোবাইল ফোনের মেসেজ এর মাধ্যমে, এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন করা যাবে।  

বাংলাদেশের ৯ সাধারণ ও মাদ্রাসা  এবং কারিগরি বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদনের ফরম্যাট একই। 

আরও জানুন :

সকল বোর্ডের শর্টনাম বা ৩ অক্ষর জানুন এখানে

শুধু বোর্ডের নামের তিন অক্ষরে ভিন্নতা থাকবে।  বরিশাল বোর্ডের পুনঃনিরীক্ষণ ফি ১২৫/= (এক শত পঁচিশ) টাকা ধরা হয়েছে। কিন্তু ঢাকা ও রাজশাহী বোর্ডের পুনঃনিরীক্ষণ ফি প্রতি পত্রে ১৫০/= (এক শত পঞ্চাশ) টাকা নির্ধারণ করা হয়েছে।  আবেদন করার আগে নিজ শিক্ষা বোর্ডের পুনঃনিরীক্ষণ ফি কত টাকা তা নিজ দায়িত্বে জেনে নিতে হবে।  

নিচের বিজ্ঞপ্তি থেকে চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও বরিশাল বোর্ডের উত্তরপত্র পুনঃনিরীক্ষণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।  এছাড়া অন্য বোর্ডের উত্তরপত্র পুনঃর্নিরীক্ষণ তথ্যের জন্য বোর্ড ওয়েবসাইট ভিজিট করুন।


ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল পুনঃনিরীক্ষণ আবেদন ও ফি পরিশোধের নিয়ম জানুন নিচের বিজ্ঞপ্তি থেকে।  


রাজশাহী বোর্ডের পুনঃনিরীক্ষণ নিয়ম ও ফি পরিশোধের পদ্ধতি জানুন নিচের বিজ্ঞপ্তি থেকে।




বরিশাল বোর্ডের বোর্ড রেজাল্ট চ্যালেঞ্জ পদ্ধতি সম্পর্কে জানুন বরিশাল বোর্ডের বিজ্ঞপ্তি থেকে।



২০২১ সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার উত্তরপত্রের ফল পুনঃনিরীক্ষণ আবেদন করতে অসুবিধা হলে, আমাদের লিখে জানাতে পারেন।


Thanks for visit 

Post a Comment

Post a Comment